১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের হিন্দুরা হামলার সম্মুখীন হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রযাত্রার শুভাকাঙ্খী হবে। আমরা আশা করছি, সেখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চায়, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।
যদিও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলা নিয়েও বেশ কয়েকটি প্রতিবেদন রয়েছে।
দেশজুড়ে বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। তার ক্ষমতাচ্যুত হওয়ার আগের সপ্তাহগুলোতে সহিংসতা ছরিয়ে পরে এবং এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.