এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে লামিয়া মোরশেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন আখতার হোসেন। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ায় শুন্য হয়ে যায় মুখ্য সমন্বয়কের পদ। সেখানে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

লামিয়া মোরশেদকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন লামিয়া মোরশেদ। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.