বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩৬ বুধবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সভাটি ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে “দ্যা আর্কিটেকচার অব ইকুইটি ভ্যালুয়েশন: 5 মডেলস 1 ভ্যালু” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওয়ারেসুল করিম।

ইক্যুইটি বিশ্লেষক, পোর্টফোলিও ব্যবস্থাপক ও ফাইন্যান্সিয়াল এনালিস্ট তথা সকল মার্কেট স্টেকহোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ হল স্টক মূল্যায়ন যা উপস্থাপক ভিন্ন ভিন্ন মডেল ব্যাবহার করে দেখিয়েছেন। ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ তারেক উক্ত সেমিনারটি মডারেশন করেন।

উক্ত রিসার্চ সেমিনারে বিআইসিএম’র পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.