সেনাবাহিনীর ২ প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত দুই প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল হয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ও সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট পদে নতুন দুজন জেনারেলকে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবে এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.