সৎ পরামর্শ দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে মায়ের মতোই পরিণতির হুমকি দিলো: জয়

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগকে নিয়ে দেওয়া বক্তব্য এবং তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি নিয়ে কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন। একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনভাবেই মেনে নিতে পারলো না সেই একই মব, উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিলো।’

ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ছবিও জুড়ে দিয়েছেন জয়।

প্রসঙ্গত, গতকাল ১২ আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনি (শেখ হাসিনা) এখানে-ওখানে বলছেন, দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ, আবার আসেন। কিন্তু গন্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।’

তার এই বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.