পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। গত বছর একই সময়ে ১৭ কোটি ৯৩ লাখ টাকা মুনাফা হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩২ পয়সা ছিল।
দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৪ পয়সা, যা গতবছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২ পয়সা।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.