ঘোষণা করেও লভ্যাংশ পাঠাচ্ছে না একমি পেস্টিসাইডস

ঘোষণা করেও বিনিয়োগকারীদের বিও একাউন্টে লভ্যাংশ প্রেরণ করেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড। সম্প্রতি কোম্পানিটির কাছে লভ্যাংশ না পাঠানোর কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে অনুষ্ঠিত এক পর্ষদ সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। কিন্তু দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও এখনো ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি কোম্পানিটি।

এ প্রসঙ্গে কথা বলার জন্য একমি পেস্টিসাইডস এর কোম্পানি সেক্রেটারি সবুজ কুমার কে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.