দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৭টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে সেন্ট্রাল ফার্মা এবং এসবিএসি ব্যাংক পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ আগস্ট) সেন্ট্রাল ফার্মা’র শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩ শতাংশ এবং এসবিএসি ব্যাংক পিএলসি’র শেয়ারদর আগের দিনের তুলনায় সমান কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বঙ্গজ, মুন্নু সিরামিক, বেক্সিমকো ফার্মা, ইসলামী ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, আজি পাইপস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কেএন্ডকিউ বাংলাদেশ লিমিটেড।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.