পুঁজিবাজারে আজকের লেনদেন ১ হাজার ১৪৩ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ আগস্ট) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন ব্যাপক কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮৩ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ১৫৩ পয়েন্টে দাড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ২ হাজার ১০ কোটি ০৮ লাখ টাকা।

সোমবার (১২ আগস্ট) ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, বিপরীতে ৩৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.