অনেক আলোচনা আর জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে রেখে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাওয়ালপিন্ডি ও করাচিতে হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে রওনা হবে।
প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
১৬ সদস্যের দলে রাখা হয়েছে সাকিবকে। ইনজুরির কারণে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। পাকিস্তান সফরের সিরিজে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদও।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডান হাতি এ ফাস্ট বোলারকে। তবে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু। একটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে বলে দাবি বিসিবির প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর।
তিনি বলেন, ‘এই (টেস্ট) সংস্করণের জন্য আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার উপর জোর দেওয়া হয়। এটি একটি ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর (রহিম), মুমিনুল (হক) ও সাকিব (আল হাসান) একসঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। তাইজুল (ইসলাম) এবং মিরাজ (মেহেদী হাসান) দীর্ঘদিন ধরে স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। তাদের ৩৫০টিরও বেশি উইকেট রয়েছে। আমরা আশা করি শান্ত, লিটন এবং অন্য ব্যাটাররাও এগিয়ে আসবেন, কারণ পাকিস্তানের বিপক্ষে সিরিজটি প্রতিযোগিতামূলক করতে দলগত প্রচেষ্টার প্রয়োজন।’
বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.