যেমন ছিল সেই ৩ কোম্পানির লেনদেনচিত্র

আজ রোববার ফ্লোরমুক্ত হবার কথা থাকলেও ফ্লোরপ্রাইস উঠেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির। কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

আজ (১১ আগস্ট) থেকে কোম্পানিগুলোর শেয়ার হতে ফ্লোর তুলে নেয়ার কথা দিয়েছিলো নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্যবিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আলোচিত তিন কোম্পানিসহ ছয়টি কোম্পানির ফ্লোর প্রত্যাহার সংক্রান্ত একটি নির্দেশ জারি করেন। তবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ পরস্পর আলোচনা করে ওই নির্দেশনা বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কিন্তু ফ্লোরের আওতায় থাকায় আলোচিত কোম্পানিগুলোর লেনদেন এর তেমন ছাপ ছিল না। তবে ইসলামী ব্যাংকের অবস্থাটা ছিল কিছুটা আলাদা।

আলোচিত ৬ কোম্পানির মধ্যে আজ ৩টির শেয়ারের দাম বেড়েছে। একটি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী দুটির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেডের মাত্র ৩ হাজার ২৬৩ টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩ লাখ ৭৭ হাজার ২০২ টাকা। এদিন ডিএসইতে কোম্পানিটির সব শেয়ারই বিক্রি হয়েছে ফ্লোরপ্রাইস ১১৫ টাকা ৬০ পয়সা দরে।

আজও খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার ফ্লোরে আটকে ছিল। এদিন ডিএসইতে ২৬ টাকা ৬০ পয়সা দরে ৩২ হাজার ৬২৬ টি শেয়ার লেনদেন হয়, যার মোট মূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা।

আজ শাহজিবাজার পাওয়ারের শেয়ারও ছিল ফ্লোরে। এদিন কোম্পানিটির ৩২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যার সংখ্যা ৪৯ হাজার ৫১১ টি। কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।

এছাড়াও আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনাও বাতিল করা হয়েছে।

কোম্পানিগুলোর মাঝে আজ বিএসআরএম লিমিটেডের ১৬ কোটি ০৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মোট ১ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৪৬৪ টি শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দাম ১০ শতাংশ বেড়ে ৯০ টাকা থেকে ৯৯ টাকা হয়েছে।

এদিকে আগের কয়েকদিনের মত আজও ডিএসইতে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। এদিন এই শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৯ টাকা থেকে ৪৩ টাকা হয়েছে। এদিন ডিএসইতে ইসলামী ব্যাংকের ২৮ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৬ লাখ ২৫ হাজার ১৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র মতে, রোববার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন।

পুঁজিবাজারে পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে।

এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনার মুখে পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.