ক্রিকেটারদের অবসরের পর রাজনীতিতে আসা উচিত: সোহান

ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া থেকে শুরু করে ইমরান খান প্রত্যেকেই নিজ নিজ দেশে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। বাংলাদেশেও রাজনীতিতে যোগ দেয়া ক্রিকেটারের সংখ্যা কম নেই। নাইমুর রহমান দুর্জয় থেকে শুরু করে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেছেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’

অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো ভালো সংগঠকরা আসেন না। তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.