কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিতর্কিত সচিব ফেরদৌস জামানকে বদলি করা হয়েছে। তিনি বিতর্কিত সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফখরুল ইসলাম। রোববার (১১ আগস্ট) ইউজিসির সহকারী সচিব নাসরিন সুলতানার সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
ফেরদৌস জামানকে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনে পরিচালক করে পাঠানো হয়েছে। একই বিভাগের পরিচালক ফখরুল ইসলামকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.