ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু জনগণের ওপর ইসরাইল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাস।
আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা বন্ধ করার জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরাইলি এই হামলার কঠোর নিন্দা জানান তিনি।
গতকাল ফজরের নামাজের সময় ইসরাইল গাজা শহরের আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর বিমান হামলা চালায় বর্বর দখলদার বাহিনী। এতে একশ’র বেশি ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশু নিহত হয়েছেন। হামলায় আহত হন আরো বহু মানুষ।
এ প্রসঙ্গে খলিল আল-হাইয়া বলেন, এই হামলার মধ্যদিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইসরাইল বেসামরিক জনগণের ওপর তাদের ক্ষোভ মেটাচ্ছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.