বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের পদত্যাগ
অবশেষে পদত্যাগ করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আজ শনিবার (১০আগস্ট) তিনি ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
কিন্তু তিনি পদত্যাগ না করলে সরকার তাকে অপসারণ করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তবে শুধু চেয়ারম্যান নয়, কমিশনারদের সদস্যদের (কমিশনার) ব্যাপারেও একই অবস্থান মন্ত্রণালয়ের। ইতোমধ্যে তাদেরকে প্রাথমিক বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বিএসইসিকে পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে। এর ফলে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার আড়াই মাসের মধ্যে ভেঙে যাচ্ছে কমিশন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.