সময় টিভির এমডি জোবায়েরের অব্যাহতি নিয়ে পরস্পরবিরোধী প্রচারণা

সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া নিয়ে পরস্পরবিরোধী প্রচারণা চলছে।

এক পক্ষ দাবি করছে জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য পক্ষ বলছে যে  অবৈধ পর্ষদ সভার মাধ্যমে তাকে অপসারণের মিথ্যা খবর প্রচার করছে একটি মহল।

শনিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

কিন্তু সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডি ও সিইওর নামে হওয়ায় তাকে অপসারণের তথ্যটি সঠিক নয় বলে জানানো হয়েছে।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.