পাকিস্তানে মুশফিক-মুমিনুলরা

দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি। এমন সময় ৬ ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ ছিল।

যার ফলে ‘অনিবার্য কারণবশত’ দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ৯ আগষ্ট পাকিস্তানের বিমান ধরেছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। ১০ আগস্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে অবশ্য ১১ এবং ১২ আগষ্ট অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা।

সেই ম্যাচে খেলবেন জাতীয় দলের মুমিনুল, মুশফিক, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন নাজমুল হোসেন শান্তদের সঙ্গে। এদিকে এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীলন করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা।

সাদা পোশাকের সিরিজ শেষে শুরু হবে একদিনের ম্যাচ। ২৬, ২৮ এবং ৩০ আগষ্টে হবে একদিনের সিরিজটি। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে। এদিকে চারদিনের ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। তিনটি একদিনের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ ও পাকিস্তান শাহীনসের সূচি:
প্রথম চারদিনের ম্যাচ – ১৩-১৬ আগষ্ট
দ্বিতীয় চারদিনের ম্যাচ – ২০-২৩ আগষ্ট

প্রথম একদিনের ম্যাচ – ২৬ আগষ্ট
দ্বিতীয় একদিনের ম্যাচ – ২৮ আগষ্ট
তৃতীয় একদিনের ম্যাচ – ৩০ আগষ্ট

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.