নামাজরত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা

ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একশ’র বেশি ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া লোকজনের ওপর বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে বিমান থেকে বোমা বর্ষণ করে। লোকজন যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন ইসরাইল সেখানে বিমান হামলা চালায়। এ কারণে সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে।

ওয়াফা নিউজ বলছে, ইসরাইল যে জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যা চালাচ্ছে তারই অংশ হিসেবে আজকের হামলা চালানো হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের আগ্রাসনে অন্তত ৪০ হাজার মানুষ শহীদ হয়েছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.