নিরাপত্তার অভাবে বন্ধ এটিএম বুথ, সংকটে গ্রাহকরা

নিরাপত্তার অভাবে বন্ধ রয়েছে বেশির ভাগ ব্যাংকের এটিএম বুথ। অনেক এটিএম বুথ খোলা থাকলেও সাটার অর্ধেক নামিয়ে রেখেছেন নিরাপত্তা কর্মীরা। এতে নগদ টাকার সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

খাত সংশ্লিষ্টরা গণমাধ্যমকে বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটেছে। তাছাড়া এটিএমে অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন হয়, এ সেবাটিও বন্ধ। এতে নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে, তবে চলতি সপ্তাহে স্বাভাবিক হবার আশা তাদের।

রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক এটিএম বুথে গিয়ে বন্ধ দেখা গেছে। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর সাটার অর্ধেক নামানো ছিল। আর টাকা শেষ হয়ে যাওয়া বুথগুলো শাটার নামিয়ে বন্ধ রাখতে দেখা যায়। পল্টনসহ বিভিন্ন এলাকায় এবি ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ বন্ধ দেখা যায়।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে পুনরায় চালু হবে ব্যাংকের শাখা ও এটিএম বুথ।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা ১৩ হাজার ৪২৮টি। যার মধ্যে শহরাঞ্চলে রয়েছে ৯ হাজার ৪০৯টি আর গ্রামাঞ্চলে রয়েছে ৪ হাজার ১৯টি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.