সাইবার সিকিউরিটি আইন ২০২৩ বাতিলের আহ্বান বেসিস’র

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন (CSA) ২০২৩ বাতিলের আহ্বান জানিয়েছে। এই আইন ডিজিটাল সিকিউরিটি আইন (DSA) ২০১৮ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন ২০০৬ এর ধারা ৫৭ এর দমনমূলক আচরনটিই অব্যাহত রেখেছে, যা কিনা দেশের সংবিধানের পরিপন্থি এবং একই সাথে এটি মানবাধিকারের উপর চরম হুমকি।

বেসিসের এক সাধারণ সভায় বেসিস পরিচালক এম আসিফ রহমান এই বিষয়টি উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় বেসিস সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবেন।

সাইবার সিকিউরিটি আইন (CSA) ২০২৩ আইনটি সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে হরহামেশা, যদিও আইন প্রণয়নকারীরা বারবার এই আইন প্রণয়নের পক্ষে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে এসেছেন এতদিন। সাম্প্রতিক ঘটনা, যেমন কোটাব্যবস্থার সমালোচনার জন্য অসংখ্য ব্যক্তির গ্রেফতার এবং ব্যঙ্গাত্মক পোস্টের জন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ, এই আইনের অপব্যবহারের উদাহরন।

সাইবার সিকিউরিটি আইন নিয়ে বেসিস পরিচালক এম আসিফ রহমান বলেন “সাইবার সিকিউরিটি আইন (CSA) ২০২৩ কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইন (DSA) এর বেশিরভাগ বিধানই বজায় রেখেছে। এই আইন কর্তৃপক্ষকে কোন অনুমতি ছাড়াই ব্যক্তিদের অনুসন্ধান, গ্রেফতার এবং আটক করার অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। এই আইন সরকারকে অনলাইন কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং ব্যক্তি বাক স্বাধীনতাকে বাধাগ্রস্থ করে।“

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “আমি আমার সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে এই আইনের অনেক অপব্যবহার হয়। সাইবার সিকিউরিটি আইন (CSA) ২০২৩ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, এবং ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ভিন্নমত দমনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানগুলির সাথে সঙ্গতি রাখতে এই আইন বাতিল করতে হবে।“

বেসিস অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন (CSA) ২০২৩ বাতিল বা উল্লেখযোগ্যভাবে সংশোধন করার জন্য আহবান জানায় একই সাথে, এই আইনের আওতায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার এবং তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহারের উদাত্ত আহ্বান জানায়। একই সাথে সংবিধান পরিপন্থী এই আইনটি বাতিলের জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.