অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন হানিফের, বললেন লুটপাট বন্ধ করতে

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ নারকীয় হত্যাকাণ্ড ও লুটপাট রুখতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেন, দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপদ আশ্রয়ে যান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.