সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমজাদ হোসেনকে আটক করেছে বিজিবি।
সম্প্রতি তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন কোনো ব্যক্তি যাতে ভোমরা বন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারতে যেতে না পারেন, সেজন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।
আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক।
তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসহ একাধিক ব্যবসা রয়েছে। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান বলে জানা গেছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.