ভারতেই থাকবেন শেখ হাসিনা

প্রবল গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাততঃ অন্য কোনো দেশে যাচ্ছেন না। তিনি দীর্ঘ মেয়াদে ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ-১৮ বলেছে, ‘হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ, আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।’
ভারত যাওয়ার পর সেখান থেকে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দেশটির অভিবাসন আইনের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় দেশটি। এদিকে টেকনিক্যাল কারণে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। পরে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বল শোনা গেছে, যদি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তা অস্বীকার করেছেন।
  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.