বাংলাদেশে ‘ভারত সমর্থিত’ সরকারের অবসান হয়েছে: পাকিস্তান

ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়। এতে ‘ভারত-সমর্থিত’ সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ বলেছেন পিএমএল-এন নেতা ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর জিও নিউজের।

খাজা আসিফ বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত-সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে’।

বাংলাদেশের সঙ্গে অতীতের উত্তেজনা মিটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করার ওপর জোর দিয়েছেন খাজা আসিফ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.