সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকারের প্রধান হিসেবে অন্য উপদেষ্টাসহ আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।
শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ১৪ সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.