বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সাথে স্বপ্নের পক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে স্বপ্নার কাছ থেকে উপহার তুলে দেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু সাঈদ।
আবু সাঈদের মৃত্যুতে সারাদেশের মানুষের মধ্যে শোক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরস্ত্র আবু সাঈদের উপর পুলিশের গুলি করার বিষয়টি কেউ মেনে নিতে পারেনি। তাঁর মৃত্যুর ঘটনা আন্দোলনে নতুন গতি সঞ্চার করে, যা দেশের রাজনৈতিক পটপরিবর্তনে বড় ভূমিকা রাখে।
নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। দরিদ্র পরিবারের সন্তান আবু সাঈদ পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। এই আয় দিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ চালাতেন, পাশাপাশি তার পরিবারকেও সাহায্য করতেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.