পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ আগষ্ট, বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্ট্ক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থান করা হবে। ট্রাস্টি কমিটি ওই প্রতিবেদন অনুমোদন করলে তা ইউনিটহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। একই সভায় ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাস্টি কমিটি গত বছর এই ফান্ডের ইউনিটধারীদের জন্য ৬.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। সে বছর ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিল ৬৫ পয়সা। সর্বশেষ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) পর্যন্ত সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ৩২ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.