দেশের অর্থনীতির মন্দার মধ্যে প্রায় ৩ সপ্তাহ ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রাণহানি, সংঘাত ইত্যাদি দেশের অর্থনীতিকে আরও চাপের মধ্যে ফেলছে। চলমান সংকটের আশু নিরসন না হলে দেশের অর্থনীতি আরও গভীর সঙ্কটে পড়বে বলে মনে করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিএমসিসিআই)।
সীমিত পরিসরে দেশের শিল্প কারখানা চালু হলেও তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। এ লক্ষ্যে পর্যাপ্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আবেদন জানিয়েছেন সিএমসিসিআই, অন্যথায় শিল্প কারখানার শ্রমিকদের বেতন প্রদান করা সম্ভব হবে না। এ ধরনের পরিস্থিতির উন্নয়নে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহন না করা হলে দেশের ব্যবসা বাণিজ্য ও বিদেশী বিনিয়োগ সহ সার্বিক বিনিয়োগে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে নতুন কর্মসংস্থান সৃষ্ঠিতে বাঁধা প্রদান করতে পারে বলে আশঙ্খা প্রকাশ করছে সিএমসিসিআই।
এ ছাড়াও জাতীয় অর্থনীতির স্বার্থে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা জরুরী। কাস্টমস সার্ভারের ধীর গতির কারনে রপ্তানিমূখী শিল্পের কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ধীর গতির কারনে বিঘ্নিত হচ্ছে সামগ্রিক পণ্য সরবরাহ ব্যবস্থা। যার প্রভাব পড়তে পারে দেশের জনগনের জীবনযাত্রা ও আমদানী রপ্তানি কার্যক্রমের উপর।
ব্যবসাবান্ধব সুষ্ঠ পরিবেশ পুনরুদ্ধার, আমদানী রপ্তানির স্বাভাবিক গতি, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সিএমসিসিআইও সহযোগী হিসাবে কাজ করত আগ্রহী, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.