দর বৃদ্ধির শীর্ষে বীকন ফার্মা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি হয়েছে ৩৬৪ কোম্পানির। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালকার প্রথম ৭ কোম্পানির দর বেড়েছে ১০ শতাংশ। সেই তালকার প্রথমে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৮ আগস্ট) বীকন ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এতে তালিকার প্রথমে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় থেকে সপ্তম কোম্পানিগুলোর লেনদেন যথাক্রমে আগের দিনের তুলনায় বেড়েছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা, জেনারেশন নেক্সটের ৬০ পয়সা, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১ টাকা, যমুনা ব্যাংকের ১ টাকা ৮০ পয়সা, তিতাস গ্যাস ট্রান্সমিশনের ২ টাকা ৫০ পয়সা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ১৩ টাকা ৪০ পয়সা।

শীর্ষ ১০ তালিকার বাকী ৩ কোম্পানির শেয়ারদর আগের তুলনায় বেড়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮ টাকা ৪০ পয়সা বা ৯ দশকিক ৯৭৬ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭৩ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭৩ শতাংশ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.