আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির কমচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের জন্য বিআরপিডি সার্কুলার নং ২ ও ৫ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সকল বৈষম্য দূরীকরণ ও হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে গত ৬ আগস্ট ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের দাবি ছিলো, গত ১৫ বছর ধরে তারা ব্যাংকের সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।
সেদিন বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।
অর্থসূচক/এমএইচ/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.