বিমানবন্দরে আটক ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সভাপতি

দেশ ছেড়ে পালাতে গিয়ে একের পর এক আটক হচ্ছেন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা। সর্বশেষ বুধবার মধ্যরাতে আটক হয়েছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আমেরিকা যাওয়া চেষ্টা করেছিলেন।

এদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলাইমান হাসানকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

অন্যদিকে বুধবার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। তিনি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।

গত রোববার (৪ আগস্ট) রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ।

তিনি মাথা ও শরীরে আঘাত পেয়ে নগরের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তিনদিন চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিলেন। সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় থাকা অবস্থায় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

তীব্র গণআন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ১৫ বছর ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে দলটি। অন্যদিকে দলটির নেতাকর্মী এবং তাদের সহযোগী কিছু অসাধু আমলা-ব্যবসায়ী সীমাহীন দুর্নীতির মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে উঠলেও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিলাসে ভেসেছেন। এ কারণে দলটির নেতা-কর্মীদের উপর মানুষের ব্যাপক ক্ষোভ। ইতোমধ্যে অনেক নেতাকর্মীর বাসভবনে হামলা হয়েছে। এ অবস্থায় দলটির নেতারা দেশ থেকে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.