ইসরাইল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পরপরই এর দায়দায়িত্ব তেল আবিবের বলে মার্কিন সরকারকে জানিয়েছিল। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার কয়েক ঘণ্টা পরই ৩১ জুলাই ইসমাইল হানিয়া তেহরানের একটি বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের পর ইরান এবং ইসরাইলের ভেতরে উত্তেজনার পারদ মারাত্মকভাবে বেড়ে গেছে।
হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান সরাসরি ইসরাইলকে দায়ী করেছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আমেরিকা ইসরাইলকে সাহায্য করেছে বলে শুরু থেকেই তেহরান বলে আসছে। সেক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের এই খবর অনেকটা আমেরিকার দায় এড়ানোর কৌশল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যার কথা জানানোর পরপরই হোয়াইট হাউস বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে, ইসমাইল হানিয়াকে নিহত করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.