সাউথইস্ট ব্যাংক ও ট্রাভেল বিজনেস পোর্টালের মধ্যে চুক্তি সই

সাউথইস্ট ব্যাংক পিএলসি পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ট্রাভেল বিজনেস পোর্টালের সঙ্গে একটি চুক্তি সই করেছে। চুক্তিটি ঢাকায় ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং ট্রাভেল বিজনেস পোর্টালের স্বত্বাধিকারী মো. মনজুরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, ট্রাভেল বিজনেস পোর্টালের কর্মীরা এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। ট্রাভেল বিজনেস পোর্টাল তাদের ওয়ার্কস্টেশন থেকে কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউটর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে করতে পারবেন এবং ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়ার অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.