দুবাই-জেনেভা ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে সজ্জিত এমিরেটসের বোয়িং ৭৭৭ এর যাত্রা। নির্ধারিত সময়ের চার দিন আগে আজ বুধবার (০৭ আগস্ট) যাত্রা শুরু হয়।
এয়ারলাইনটি আরও ৮০টি বোয়িং ৭৭৭ রেট্রোফিট করার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে খরচ হবে ৩ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র ৩৭ দিনে এমিরেটসের নিজস্ব প্রকৌশলী টীম প্রথম বোয়িং টির রেট্রোফিটিং সম্পন্ন করেছে। যাত্রীদের অধিকতর আরামপ্রদতা ও স্বাচ্ছন্দ্য প্রদানে যাত্রী আসন, ইন্টেরিয়রসহ অন্যান্য অনেক কিছুর আধুনিকায়ন হয়েছে।
নবসজ্জিত প্রথম এই বোয়িং টিতে প্রিমিয়াম ইকোনমি শ্রেণী যুক্ত করা হয়েছে। এই শ্রেণীতে ২৪টি আসন রয়েছে এবং প্রতিটি ১৯.৫ ইঞ্চি প্রশস্থ এবং পীচ ৩৮ ইঞ্চি, যার ফলে আয়েশ করার জন্য যাত্রীরা অধিকতর স্পেস পাবেন।
নতুন বিজনেস শ্রেণীতে এমিরেটসের আইকনিক এয়ারবাস এ৩৮০ এর অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করা হয়েছে। এই শ্রেণীর ৩৮টি এরগোনমিক আসনের প্রতিটি ২০.৭ ইঞ্চি প্রশস্থ এবং ফ্ল্যাটবেডে রুপান্তর যোগ্য। আসনগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি যাত্রী আইল এক্সেস পাবেন। প্রতিটি আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি মিনিবার এবং খাবার ও কাজের জন্য একটি টেবিল। এছাড়াও বিজনেস শ্রেণীতে স্বতন্ত্র একটি বার রয়েছে, যা থেকে যাত্রীরা প্রয়োজনীয় স্ন্যাকস ও রিফ্রেশমেন্ট নিতে পারবেন।
ইকোনমি শ্রেণীর ইন্টেরিয়রে ইউএই’র জাতীয় বৃক্ষ ঘাফ গাছের মোটিফ সুস্পষ্টভাবে দৃশ্যমান। এরগোনমিক আসনগুলোতে যুক্ত হয়েছে চামড়ার হেডরেস্ট এবং ফ্রেক্সিবল সাইড প্যানেল।
আগামী সপ্তাহগুলোতে এমিরেটস এজাতীয় বোয়িং এর সাহায্যে টোকিওর হানেদা ও ব্রাসেলসসহ বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে, যার ঘোষণা খুব শীঘ্রই দেয়া হবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.