দরবৃদ্ধির শীর্ষে ৩ কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে তিন কোম্পানি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এসিআই ফর্মুলেশনস, আফতাব অটো এবং মুন্নু সিরামিকস।

সূত্র অনুযায়ী, বুধবার (৭ আগস্ট) এসিআই ফর্মুলেশনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ, আফতাব অটোর ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ এবং মুন্নু সিরামিকসের ৭ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিগুলো।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, প্রগতি ইন্স্যুরেন্স, এসিআই, আইডিএলসি, একমি ল্যাবরেটরিজ, মীর আখতার এবং লংকাবাংলা ফাইন্যান্স।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.