পুঁজিবাজারে আজকের লেনদেন ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৬টি কোম্পানির, বিপরীতে ১১৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.