বিএনপি’র সমাবেশে জনসমুদ্রে পরিণত নয়াপল্টন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (০৭ আগস্ট) বেলা পৌনে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে নয়াপল্টন মুখরিত হয়ে উঠেছে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তিনি ভার্চুয়ালি এই বক্তব্য রাখবেন। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.