পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা

দেশ ছেড়ে পালাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিমানবন্দর থেকে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে সন্দেহভাজন কেউই যাতে দেশত্যাগ করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.