ইসলামী ব্যাংকে বিদ্রোহ, এসআলম সংশ্লিষ্টদের কর্মকর্তাদের বাদ দেওয়ার চাপ
দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে একরকম বিদ্রোহ দেখা দিয়েছে। ব্যাংকটির কর্মকর্তাদের একটি বড় অংশ আজ বিক্ষোভ করেছেন। তারা ২০১৭ সালের পরে যত নির্বাহী ব্যাংকটিতে এসেছেন তাদের বাদ দেওয়ার দাবি জানান।
এদিকে এসআলম গ্রুপের প্রভাবমুক্তির জন্য কঠোর অবস্থান দিয়েছে ব্যাংকটির সিবিএ। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ২০১৭ সালের পরে যত নির্বাহী এসেছেন, তাঁরা আর ব্যাংকে ঢুকতে পারবেন না।
রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ মঙ্গলবার ঢাকার দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। কর্মকর্তাদের একাংশ ব্যাংকে বিক্ষোভ করতে থাকেন। কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন এক শ্রেণির। এসময় মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়।
এ ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালের পরে যত নির্বাহী এসেছেন, তাঁরা আর ব্যাংকে ঢুকতে পারবেন না। বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা শান্ত হোন। যে ইসলামী ব্যাংক দখল হয়েছে, তা আবার ফিরে আসবে। এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মহোদয় আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।’
আনিসুর রহমান বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাঁদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে, তাঁদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এ ছাড়া গত সাত বছরে যাঁরা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাঁদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে।
উল্লেখ, ২০১৭ সালে এসআলম গ্রুপ সরকারের একটি এজেন্সিকে ব্যাবহার করে ইসলামী ব্যাংককে দখল করে নেয়। এরপর গত সাত বছরে ব্যাংকটির অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা হয়। অন্যদিকে বিধিবিধানের তোয়াক্কা না করে অনেক জুনিয়র কর্মকর্তাকে সিনিয়র পদে বসানো হয়। এসআলম গ্রুপের অনুগত অনেক কর্মকর্তাকে অস্বাভাবিকভাবে একাধিক প্রমোশন দেওয়া হয়। ওই গ্রুপের নিয়ন্ত্রাধীন অন্য ব্যাংক থেকে বেশ কিছু কর্মকর্তাকে এনে ইসলামী ব্যাংকের উচ্চ পদে বসানো হয়। আর এসব কর্মকর্তার যোগসাজশে ব্যাংকটি থেকে বেনামী ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা।
এসআলম গ্রুপের লাগামহীন লুটপাটে এক সময়ের সবচেয়ে ভাল মৌলের ইসলামী ব্যাংক রুগ্ন হয়ে পড়ে। দেখা দেয় তীব্র তারল্য সংকট। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে তারল্য যোগান দেয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.