অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় তিনি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার এই তথ্য জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান। এ ঘটনার পর বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা শক্তিগুলো। একই সঙ্গে তারা গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে। সূত্র: এএফপি, ওয়াশিংটন

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.