আজ বাংলাদেশ ব্যাংকে আসেননি গভর্নর

মানসিক অসুস্থতার কারণে আজ বাংলাদেশ ব্যাংকে আসেনি গভর্নর আব্দুর রউফ তালুকদার।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান।

তিনি বলেন, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আজকে কথা হয়েছে। মানসিকভাবে তিনি অসুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এজন্য আজকে অফিস করছেন না তিনি।

এদিকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে চলছে ও আগের সময়সূচি অনুযায়ী লেনদেন করা যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে।

এদিকে মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.