কারাগারে হামলা করে সব বন্দীকে নিয়ে গেলেন দুর্বৃত্তরা

সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে সব কয়েদি ও হাজতিতে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জেলখানায় আলাদা ১০টি সেলে এসব আসামিরা ছিলেন।

সোমবার রাতে জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে আসামিদের বের করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা।

এদিকে পালিয়ে যাওয়া আসামিদের অনেকেই আজ সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন। সকাল ১০টা পর্যন্ত দুই শতাধিক কয়েদি ও হাজতি আত্মসমর্পণ করেছেন বলে সূত্র জানিয়েছে। আরও পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য কারাগারে আসতে দেখা গেছে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বলেন, সোমবার রাতে একদল দুর্বৃত্ত জেলখানায় হামলা চালায়। তারা জেলগেটের তালা ভেঙে ১০টি সেলে থাকা আসামিদের বের করে নিয়ে যায়। ওই ১০টি সেলে ৫৯৬ কয়েদি ও হাজতি ছিল। অনেক কয়েদি ও আসামি মঙ্গলবার সকাল থেকে জেলখানায় এসে আত্মসমর্পণ করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.