১৫ মিনিটে ২৪২ পয়েন্ট উত্থানে পুঁজিবাজার

শেখ হাসিনা সরকার পতনের পরের দিন এবং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭১ পয়েন্টে। বেড়েছে ৩৪৩ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বেলা ১০ টা ১৫ পর্যন্ত অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪৯ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৮৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৫ পয়েন্টে দাড়িয়েছে।

আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৫১ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৩ টির, কমেছে ০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ০৫ টি কোম্পানির শেয়ারের দর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.