মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা

আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহুত অসহযোগ কর্মসূচি মোকাবেলায় হাসিনা সরকার নির্বাহী আদেশে রোববার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান রাখার কথা বলা হয়।

প্রবল গণআন্দোলনের মুখে আজ দুপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.