২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা: সমন্বয়ক নাহিদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি। যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছে, সেটি বিলুপ্ত করতে হবে। অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের জাতীয় বীর ঘোষণা করছি। আমরা কোনও সরকারকে গ্রহণ করবো না। সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে সরকার গঠন করলে আমরা সেটিও গ্রহণ করবো না।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.