মা আর রাজনীতিতে ফিরবেন না: জয়
দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।
সোমবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজে।
সজীব ওয়াজেদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তাঁর মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ একটি দরিদ্র দেশ ছিল। আজকের আগ পর্যন্ত বাংলাদেশকে এশিয়ার একটি উদীয়মান বাঘ হিসেবে বিবেচনা করা হতো। তিনি খুব হতাশ।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.