একঘণ্টা পেছালো সেনাপ্রধানের ভাষণ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ (৫ আগস্ট) দুপুর ৩টায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। দুপুর ২টায় এই ভাষণ দেওয়ার কথা ছিল। পরে তা একঘণ্টা পেছানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর বলছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.