বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহুত সোমবারের (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এ আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৪ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।
মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু রোববার আন্দোলনকারী ও আওয়ামীলীগ-পুলিশের সঙ্গে সংঘাতে অসংখ্য মানুষের প্রাণহানীর ঘটনায় তারা এই কর্মসূচি একদিন এগিয়ে এনেছে।
কওমী মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিলে সমাবেশ ও ঢাকা অবরোধের কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসে। মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে অবস্থান নিলে তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। রাতে সরকার বিশেষ অভিযান চালিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়। এই অভিযানে শতাধিক মাদ্রাসা ছাত্রের নিহত হওয়ার দাবি করে হেফাজত। কিন্তু সরকার বরাবরই তা অস্বীকার করে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.