রাজধানীর জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।
রবিবার (৪ আগস্ট) তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসকরা বিকাল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ রাজধানীর কলতাবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বকর।
আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, যিনি নিহত হয়েছেন, তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী। রাজধানীর জিগাতলা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘এক যুবক হাসপাতালে মারা গেছেন। এর বেশি কিছুই জানি না।’
এদিকে আজ থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে অসহযোগ আন্দোলনে সারাদেশে ৩২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.