মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিরপুর ১০ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। দুপুর সোয়া ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়, যা এখনও পর্যন্ত চলছে। একইসঙ্গে চলছে গুলি। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠছে মিরপুর ১০ নম্বরের আশেপাশের রাস্তা।

জানা গেছে, সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা। এ সময় মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী কর্মীরা হাতে বাঁশ, লাঠি, রড, লোহার পাইপ নিয়ে ছাত্রদের ধাওয়া করেন। এরমধ্যেই কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। তবে এ সময় কোনও পুলিশের উপস্থিতি ছিল না এই রাস্তায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল সড়ক থেকে আশেপাশের বিভিন্ন গলি রাস্তায় সরে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন গলির ভেতর থেকে ১০ নম্বর গোল চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আন্দোলনকারীদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড ও গুলি চালায়।

এদিকে আজ থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে অসহযোগ আন্দোলনে সারাদেশে ৩০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.